ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

তিন দিন পর লাশের মাথা উদ্ধার

তিন দিন পর লাশের মাথা উদ্ধার

লালমনিরহাটে ভুট্টা খেত থেকে মাথাবিহীন নারীর (৪৪) লাশ উদ্ধারের তিনদিন পর মাথা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ী সীমান্তের ৯২৫নং আন্তর্জাতিক সীমানা পিলারের আনুমানিক একশত পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি তামাক খেতে গর্ত করে পূতে রাখা অবস্থায় মাথাটি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার দুপুরে সদর উপজেলার ফুলগাছ এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ভুট্টা খেতে নারীর মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় একজন শ্রমিক। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এরপর গত বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক সাংবাদিকদের নিহত নারীর পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। ওই নারীর নাম হাসিনা বেগম, তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী।

ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গত শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় আশরাফুলের প্রথম স্ত্রী মেহেরুন বেগমকে আটক করে পুলিশ।

পরে তার দেয়া তথ্য মতে গতকাল শনিবার দুপুরে দূর্গাপুর সীমান্তের কুটিবাড়ী এলাকায় লালমনিরহাট সদর থানার ওসি-তদন্ত বাদল কুমার মন্ডলের নেতৃত্বে তল্লাশি চালিয়ে একটি তামাক খেতে পূতে রাখা অবস্থায় মাথাটি উদ্ধার করে পুলিশ।

লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী বলেন, এ ঘটনায় ভুট্টা খেতের মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত