ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সেচ পাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা দুশ্চিন্তায় দুই শতাধিক কৃষক

সেচ পাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা দুশ্চিন্তায় দুই শতাধিক কৃষক

পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকের সেচ পাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর খয়রামারি মাঠে কৃষি কাজে ব্যবহৃত সেচ পাম্পটি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়। এ সময় দুর্বৃত্তরা সেচ পাম্পে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে সেচ যন্ত্রটি ধ্বংস করে দিয়েছে। এরফলে ওই মাঠের দুই শতাধিক কৃষক তাদের ৩০০ বিঘা জমির চাষাবাদ নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন। সেচ পাম্পের মালিক মজিবর রহমান জানান, তারা ১০জন কৃষক মিলে সরকারের কাছ থেকে পাম্পটি ক্রয় করেছিলেন। এই পাম্পের মাধ্যমে প্রায় ২০০জন কৃষক সেচ সুবিধা পেতেন এবং ৩০০ বিঘা জমিতে চাষাবাদ করা হতো। আসমত দীর্ঘদিন ধরে আমাদের হুমকি দিয়ে আসছিল। সে একাধিকবার পাম্পে আগুন দেয়ার ভয় দেখিয়েছে। অবশেষে গত বুধবার রাতে সে তার হুমকি বাস্তবায়ন করেছে বলে মজিবর রহমান জানান। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, গ্রামের আসমত নামের এক ব্যক্তির সঙ্গে কৃষকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে সে প্রায়ই কৃষকদের জমিতে সেচের পানি নিতে বাধা দিতেন এবং নানা উপায়ে হয়রানি করতেন।

এ ঘটনার সূত্র ধরে গত জানুয়ারি মাসে কৃষকরা থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা সেচ পাম্পের ঘরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে সেচ পাম্পের ঘর পুড়ে যায় এবং সেচ যন্ত্রটি ক্ষতিগ্রস্থ হয়। যার কারণে কৃষকদের বোরো আবাদসহ ফসলের সেচ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আবু হানিফ ও কামরুল ইসলাম জানান, সেচ পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় তারা ধানের জমিতে পানি দিতে পারছেন না, ফলে তাদের ফসল নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, কৃষকদের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলছিল। এ ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত