অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন-এ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল শনিবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। স্থানীয় প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য রালি, আলোচনাসভা নানান কর্মসূচি গ্রহণ করা হয়।
রংপুর : জেলা প্রশাসন ও উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রংপুর শহিদুল ইসলাম (এনডিসি)। জেলা প্রশাসক রংপুর মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী (বিপিএম), রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক (অঃদাঃ) মোছা. সেলোয়ারা বেগম।
দিনাজপুর : জেলা শিশু একাডেমি অডিটরিয়ামে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোসাম্মৎ সাদরাতুল মুনতাহিনা, জেলা ভেটেরিনারি অফিসার ডক্টর আশিকা আকবর তৃষা, দিনাজপুর সংগীত ডিগ্রী কলেজের উপাধক্ষ্য ড. মারুফা বেগম, দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাড. নাগমা পারভীন জেবা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। অনুষ্ঠানের শুরুতে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়। নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন।
সিরাজগঞ্জ : কালেক্টরেট ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে এ দিবস উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মী, এনজিও প্রতিনিধি, নারী সংগঠন অংশ নেয়। কালেক্টরেট ভবনের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
মুন্সীগঞ্জ : জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে দিবস টি পালিত হয়। শুরুতে বেলুন উড়িয়ে দিবসটি উৎযাপন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ডিডিএলজি মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশসুপার কাজী হুমায়ন রশিদ, সিভিল সার্জন প্রতিনিধি ডা. ফারজানা আক্তার, সদর উপজেলা কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ। দিসবটিতে নারীদের সেলাই মেশিন ও নারী সাংগঠনের মাঝে সনদ প্রদান করা হয়। বক্তারা বলেন, নারীর সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
সাতক্ষীরা : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবসের অলোচনা সভায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট আরিফিন সিদ্দিকী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হারুন বিন হানিফ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা মহিলা সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস আলোচনা সভায় বক্তব্য দেন, খুলনা বিভাগের শ্রেষ্ঠ জননী ও সফল অনন্যা নারী মমতাজ খাতুন মিরা, অর্থনৈতিক ভাবে সফল প্রিয়াঙ্কা বিশ্বাস, দৃষ্টি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভানেত্রী স্বপ্না পারভীন, নারীনেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডোর যুব সংগঠক গ্লোরিয়া শ্রেয়া সরদার, জাফর সিদ্দিকী, প্রতিবন্ধী আবুল কালাম আজাদ।
গাইবান্ধা : বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ১নং রেলগেটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংগঠনিক সম্পাদক রাহেলা সিদ্দিকা, আফরোজা সুলতানা, শিল্পী বেগমসহ অন্যান্য নেতারা।
ফেনী : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাছরিন আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিস ফাতেমা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুরুল আহসান ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। মো. আবদুর রব এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সবুজ বাংলা নির্বাহী পরিচালক এডাব ফেনী জেলা শাখার সদস্য সচিব জয়নাল আবেদীন রাসেল ও মিতালী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী লুৎফুন নাহার প্রমুখ।
হবিগঞ্জ : এলজিইডি হবিগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সহকারী প্রকৌশলী মু. ইসতিয়াক হাসান, সহকারী প্রকৌশলী আরাফাত ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. ফরহাদ রহমান, এলজিইডি হবিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সুজাত খান প্রমুখ। এ সময় এলজিইডি হবিগঞ্জ জেলা ও উপজেলা অন্যান্য কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শেরপুর : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিলনায়তন হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা জাকারিয়া মো. আব্দুল বাতেন, ব্র্যাক প্রতিনিধি ফারহানা মিল্কী প্রমুখ। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়াসহ জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিপ্তরের অন্যান্য কর্মকর্তারা ও নারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল) সেগুপ্তা মেহনাজ, নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী, আইসিটি অফিসার, নারী নেত্রী আলেয়া আক্তার, রুনা আক্তার, জাতীয় মহিলা সংস্থার নারী সদস্যসহ দুই শতাধিক নারীরা।
রামগঞ্জ (লক্ষ্মীপুর) : শোভাযাত্রা, আলোচনা সভা ও সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ। উপজেলা পরিষদ প্রাঙ্গণে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলী আক্তারের সভাপতিত্বে রামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী জিনাত তামান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম সরদার, সাবেক কাউন্সিলর নুরজাহান বেগম, ফারজানা মজুমদার জনি প্রমুখ।
রাজশাহী : পুঠিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশিষ বসাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন প্রমুখ।
চাঁদপুর : র্যালি, মানববন্ধন এবং র্যালি পরবর্তী আলোচনা সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন সনাক-চাঁদপুরের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসী। ওয়ানন্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার এসএম তানভীর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার, ব্র্যাক চাঁদপুরের প্রতিনিধি জিয়াউর রহমান, মহিলা বিষয়ক অধিপ্তরের প্রশিক্ষণার্থী মমতাজ আক্তার ও ডে- কেয়ার অফিসার কামরুন্নাহার প্রমুখ।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের উদ?্যােগে এই দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সিএনবি প্রকল্প ও ব্রাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভ?্যাটেরিনারি সার্জন হোসনে আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস।