ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

অস্ত্রসহ গ্রেপ্তার তিন

অস্ত্রসহ গ্রেপ্তার তিন

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল শনিবার ভোরে তাদেরকে বগুড়া শহরের বারোপুর এলাকা থেকে জনগণের সহায়তায় গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। গ্রেপ্তাররা হলেন- পুরান বগুড়া এলাকার জহুরুল ইসলাম ওরফে চাচ্চু , মো. আরিফ , রাজিব খান । এসময় ১টি চাপাতি, ২টি সেলাই রেঞ্জ, ৪টি ডাল রেঞ্জ, ১টি স্ক্রু-ড্রাইভার, ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বগুড়া সদর থানা এলাকার বারপুর ফ্লাইওভার এর নিচে স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিস এর সামনে পাকা রাস্তায় কতিপয় ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। এসময় উপশহর পুলিশ ফাঁড়ীর রাত্রীকালীন রণপাহারা ডিউটিতে থাকা এসআই মোঃ সোহাগ ফকির সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত