মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকায় সেনাবাহিনী, র??্যাব ও পুলিশের যৌথ অভিযানে মাদক-অস্ত্র ও নগদ টাকাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত মোল্লাকান্দির এলাকার একাধিক মামলার আসামি মিল্টন মল্লিকের পূর্ব মাকহাটি এলাকার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এই অভিযানের নেতৃত্ব দেয় সদর দপ্তর ৯৯ কম্পোজিট এর অধীনস্ত ১৯ বীর মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প।