হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. পলাশ মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার লালচান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পলাশ ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ সকালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতের একটি খোলা তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই পলাশের মৃত্যু হয়।চুনারুঘাট থানার ওসি নুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।