ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

স্কুলছাত্রকে গলাটিপে হত্যা

স্কুলছাত্রকে গলাটিপে হত্যা

বগুড়ার গাবতলী এমআর মাল্টিমিডিয়া স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। রাতে স্থানীয় লোকজন তার লাশ বাড়ির পাশে পুকুরপাড় থেকে উদ্ধার করে। জানা গেছে, গাবতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাবিজার রহমান মোল্লার ছোট ছেলে সিফাত (১৩) স্থানীয় মসজিদে ইফতার শেষ বাড়ি থেকে বের হয়।

এরপর রাত ৯টায় স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন প্রকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখ চিৎকার দিলে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার সিফাতকে মৃত বলে জানায়। কর্তব্যরত ডাক্তার আরো বলেন, সিফাতকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, গলায় হাতের আঙুলের দাগ ছিল। সিফাতের মা রুলি বেগম জানান, সিফাত রোজাছিল, মসজিদে ইফতার শেষ বাড়ি এসে আবারো বেড়িয়ে যায়। রাত ৯টায় তার লাশ পাওয়া যায়, ইমরান হোসেন হারু নামের এক হিজরার বাড়ির নিকট সিফাতের লাশ পড়ে ছিল, সেই তাকে হত্যা করেছে বলে সিফাতের মা রুলি বেগম সন্দেহ করছেন। সিফাত এমআর মাল্টিমিডিয়া স্কুলে ৭ম শ্রেণিতে লেখা পড়া করত। ৩ ভাইয়ের মধ্যে সে ছোট বোনের বড়। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, পুলিশ মৃত্যুর রহস্য উদ্ঘাটনে অভিযান চালিয়ে যাচ্ছে। সিফাতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত