পাবনার সাঁথিয়ায় ককটেল ও পেট্রোলবোমা বানানোর সময় বিস্ফোরণে নিকবার হোসেন (৩৫) নামে এক যুবক আহত হয়েছে। সে উপজেলার করমজা ইউনিয়নের আফড়া পশ্চিমপাড়া গ্রামের হাচেন সরদারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি তাজা ককটেল এবং পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করছেন। গতকাল দিকে সাঁথিয়া পৌরসভার ১৬৫নং শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আহত যুবক পলাতক রয়েছে। ঘটনার বিষয়টি জানিয়েছেন সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান। ওসি জানান, বোমা বিষ্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে।