ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক

শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, শিশুটিকে ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গত রোববার উপজেলার দক্ষিণ যাত্রাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর নানি বাদী হয়ে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায় গত রোববার শিশুটি তার বাড়িতে খেলাধুলা করছিল। এক পর্যায়ে ওই শিশুটিকে ১০ টাকার লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত