ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

‘চরাঞ্চলে সমন্বিতভাবে উন্নয়নমূলক কাজ করতে হবে’

‘চরাঞ্চলে সমন্বিতভাবে উন্নয়নমূলক কাজ করতে হবে’

কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেছেন- যে কোনো দুর্যোগে সবার আগে ক্ষতিগ্রস্তের শিকার হয় জেলার ২৬৯টি চরের বিশাল জনগোষ্ঠি। এমনিতেই তারা উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে। আমি নিজে পায়ে হেঁটে চরাঞ্চলগুলোতে শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার বেহালদশা দেখেছি। এই চরাঞ্চলে সমন্বিতভাবে উন্নয়নমুলক কাজ করার জন্য সব সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোকে কে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

গতকাল সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলি বলেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. হাবিবুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত