ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

হাসপাতাল থেকে আড়াই মাসের শিশু চুরি

হাসপাতাল থেকে আড়াই মাসের শিশু চুরি

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে আড়াই বছরের এক শিশু চুরির ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানানগত গত সোমবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। তিনি আরো জানান সিসিটিভি ফুটেজে আমরা যেটা দেখেছি, যে মহিলা শিশুটিকে নিয়ে গেছে, সেই মহিলা সারাদিন হাসপাতালেই তাদের সঙ্গে ছিল। আমরা হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে অবগত করেছি এবং একটি সাধারণ ডায়েরি করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং কে নিয়ে গেছে সেটা চিহ্নিত করা গেছে। বিষয়টি পরে বিস্তারিত জানানো হবে। শিশুর পরিবারের সদস্য ও স্বজনরা জানান, গত রোববার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে সন্তানকে ভর্তি করান ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার মুন্সিরহাট এলাকার বাসিন্দা শিমুল ও হাসি বেগম দম্পতি। দু-দিন চিকিৎসা দেয়ার পর গত সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়। শিশুটির পরিবার আরও জানায়, সন্ধ্যার দিকে শিশুর মা ওয়াস রুমে যায়। সেখান থেকে ফিরে এসে দেখে তার সন্তান নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া না গেলে হাসপাতালের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হয়। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনা ছড়িয়ে পড়লে গত সোমবার রাত ৯টার দিকে পরিবারের সদস্য ও উত্তেজিত জনতা হাসপাতালের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে শিশুটিকে উদ্ধার দাবি জানান তারা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। ঠাকুরগাঁও সদর থানার ওসি শইদুর রহমান বলেন- আশা করা যাচ্ছে খুব শিগগিরই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত