ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মতবিনিময়

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মতবিনিময়

গতকাল মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাক লুৎফর রহমান কুমার, সহ-সভাপতি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধক্ষ্য ও বাংলা টিভি কুষ্টিয়া প্রতিনিধি এম লিটন-উজ-জামান, দৈনিক সংবাদ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান, প্রথম আলোর কুষ্টিয়া নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, মাটির পৃথিবী পত্রিকার সম্পাদক এমএ জিহাদ ও আলোকিত বাংলাদেশের কুষ্টিয়া প্রতিনিধি এএইচএম আরিফ প্রমুখ। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার যোগ্য জেলার শিশুদের পরিসংখ্যান তুলে ধরেন। জেলার ৬ উপজেলা ও ৩ পৌরসভায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী মোট ২৬ হাজার ৬৬৬ এবং ১২ মাস হতে ৫৯মাস বয়সী ২ লাখ ২০ হাজার ৫৪৯ জন শিশুকে ১৬৮৪টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি বাস্তবায়নে ৪ হাজার ৯৮৩ জন সেচ্ছাসেবক কাজ করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত