কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের তহবিল থেকে সরকারি জাকাত ফান্ডে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। গত সোমবার কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার হাতে জাকাতের নগদ অর্থ তুলে দেন জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, কোষাধ্যক্ষ ফজলে রাব্বী এ্যান্টনী ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন প্রমুখ।