ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দুইটি ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও বিদেশি মুদ্রা, লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেসবিফ্রিংয়ে পুলিশ সুপার নাজির আহমেদ খান এ সব তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম ও রাশেদুল হক চৌধুরী, জেলা ডিবির ওসি মো. আবদুল্লাহ, চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিনসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তাররা হলেন- চাঁদপুর জেলার মনপুরা এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান, লক্ষ্মীপুর জেলার চরম মহান এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে মো. শরিফ হোসেন, কুমিল্লার চান্দিনা উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মৃত রমিজ উদ্দিন হাজির ছেলে নজরুল ইসলাম, একই উপজেলার দোলায় নবাবপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন ।
পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, তিনটি ঘটনায় একই পিকআপ ব্যবহৃত হয়েছে। এমনকি ঘটনার সঙ্গে জড়িত ডাকাতরা একই দলের সদস্য। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশ ডাকাত গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে।
গত কয়েকদিনে বেশ কয়েকবার প্রচেষ্টায় কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকা থেকে আালাউদ্দিন ও নজরুল এবং পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হান্নান ও শরিফকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্রশস্ত্র, লুণ্ঠিত মালামাল, অর্থ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাগুনকরা এলাকায় একই স্থানে একই কৌশলে একজন মালয়েশিয়া প্রবাসী ও কুয়েত প্রবাসীর গাড়িতে ডাকাতি হয়। এ সব ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করে ভুক্তভোগীরা।