ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বৈষ্যমের বেড়াজাল থেকে দেশ বেরিয়ে এসেছে

বললেন উপদেষ্টা ফারুক ই আজম
বৈষ্যমের বেড়াজাল থেকে দেশ বেরিয়ে এসেছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন- বৈষ্যমের বেড়াজাল থেকে দেশ বেরিয়ে এসেছে। এখন আর কোথাও বৈষ্যম আর বঞ্চনা থাকবে না। আমরা যে নতুন সময় পেয়েছি, এই সময়কে সুন্দর কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। গতকাল বুধবার কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেন- এই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিবে। নতুন সরকার আসবে। সেই নতুন সরকারকেও ২৪’র চেতনা এবং নতুন প্রজন্মের আকাঙ্খাকে ধারণ করে দেশ চালাতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক রেজওয়ানুর রহমান, কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, রাজিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ। উপস্থাপনা করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার উপর ডকুমেন্টারী তথ্যাদি তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। মতবিনিময় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোবনদহ ব্রিজ উদ্বোধন করেন। পরে ঘোগাদহ ইউনিয়ন পরিষদ মাঠে ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরনের পর টিআর প্রকল্প পরিদর্শন করেন। সবশেষে তিনি নাগেরশ্বরী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত চরাঞ্চলে নারীদের জীবনমান উন্নয়নকল্পে প্রশিক্ষণ প্রাপ্তির পর তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত