পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির কর্মিসভা গত বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। কর্মিসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামাল উদ্দিন খান মিলন, ঢাকা মহানগর বিএনপি নেতা কেএম জোবায়ের এজাজ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সদস্য শেখ হাসানুল কবির লীন, পৌর বিএনপির আহ্বায়ক কেএম হুমায়ুন কবীর প্রমুখ।