ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নিখোঁজ ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজ ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের দশ দিন পর মাহাবুর রহমান (২২) নামের এক ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গত সোমবার বেলা ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের পশ্চিম উলুচামারি আখির বাপের ঘোনার পাহাড়ে লাশটি পাওয়া যায়। অর্ধ্বগলিত হওয়ায় নিহতেট শরীরে কোনো আঘাতের রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

ওসি গিয়াস উদ্দিন জানান, নিহত মাহাবুর রহমান হ্নীলার উলুচামারি হামজারছড়ার মৃত সৈয়দ হোসেনের ছেলে। তিনি গত ৪ এপ্রিল বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত সোমবার সকালে পেডান আলীর পাহাড়ে বস্তাবন্দি অবস্থায় লাশটি স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত