খাগড়াছড়ির মানিকছড়িতে আকস্মিক বজ্রপাতে ষাড় ও গর্ভবতী গাভীসহ ছয় গরু ও এক ছাগলের মৃত্যু হয়েছে। উপার্জনের একমাত্র সম্বল গরুগুলো হারিয়ে হতবাক হয়ে পড়েছেন ওই কৃষক। মৃত গরুগুলোর পাশে আহাজারি করতেও দেখা গেছে ওই পরিবারের সদস্যদের। গত সোমবার ভোরে উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের ওয়াকছড়ি এলাকায় দরিদ্র কৃষক আবদুল মমিন নিশার গোয়ালে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, ভোরে হটাৎ করে ঝরো হাওয়াসহ বজ্রপাত শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হটাৎ বিকট শব্দে গোয়ালের কাছাকাছি বজ্রপাতে হয়। এতে গোয়ালে থাকা কোরবানির হাটের জন্য প্রস্তুত ২টি ষাড়, ৩টি গর্ভবতী গাভী, একটি বাছুর ও একটি ছাগল মারা যায়’। এতে তার প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে তিনি প্রায় নিঃস্ব হয়ে গেছেন বলে জানান।
ঘটনাস্থল পরিদর্শন করে ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন বলেন, এমন নির্মম ঘটনা এর আগে ইউনিয়নের কোথায় ঘটেনি। গরু লালনপালন করে সংসারের জীবিকা নির্বাহ করেন মমিন। এখন গরুগুলোকে হারিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও ওই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।