ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আকবরিয়া পরিদর্শন করেছেন ইরানের রাষ্ট্রদূত

আকবরিয়া পরিদর্শন করেছেন ইরানের রাষ্ট্রদূত

বিশ্বায়ন শব্দের অর্থ প্রভাবের ফলে বিশ্বের সম্পদ ও প্রযুক্তির বিস্ময়কর বিকাশ ঘটতে শুরু করেছে। পরস্পর ঐক্যবদ্ধ হয়ে সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াকে সমর্থন জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বগুড়ায় তিনদিন সফরের শেষ দিন গত সোমবার আকবরিয়া গ্র্যান্ড হোটেল এন্ড রেস্টুরেন্ট ও কর্পোরেট অফিস পরিদর্শন করেন। আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলালের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি।

তিনি বলেন, বাংলাদেশের একটি ঐতিহাসিক জেলা বগুড়া। বগুড়া উত্তরবঙ্গের ব্যবসায়িক হাব। শতবর্ষের ঐতিহ্যবাহী হোটেল আকবরিয়া শুধু সুস্বাদু খাবারের পরিচায়কই নয়, এক গৌরবময় ঐতিহ্যের বাহক। প্রতিষ্ঠানটি মানুষের কল্যাণে হলো বিশ্বকে একীভূত করা। বিভিন্ন দেশের মধ্যকার দূরত্ব ও তারতম্য কাটিয়ে উঠা। সাধারণ অর্থে বিশ্বায়ন বলতে বুঝায় বিশ্বের জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি-সংস্কৃতি, অর্থনীতি ও পরিবেশের তাত্ত্বিক ও প্রায়োগিক দৃষ্টিকোণ থেকে একই দিকে উত্তরণ। বিশ্বায়নের ইতিবাচক যে ভূমিকা পালন করে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি প্রতি রাতেই ছিন্নমূল মানুষদের বিনামূল্যে খাবার খাওয়ানোসহ আকবরিয়ার মানবিক যে কার্যক্রম বাস্তবায়ন করছে তা অত্যন্ত মহৎ ও প্রশংসার দাবি রাখে। তিনি আরো বলেন, ইরান ও বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা অটুট থাকবে। আমি বাংলাদেশে এসে যে আতিথেয়তা পেয়েছি তা আমার খুবই ভালো লেগেছে। আমি এখানে আমার দেশের মতোই অনুভব করছি। রাষ্ট্রদূত ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ, ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয় এবং আকবরিয়ার কার্যক্রম অবগত করার নিমিত্তে ভিডিও চিত্র প্রদশর্ন করা হয়। পরবর্তীতে, তিনি আকবরিয়া লিমিটেড কর্তৃক আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাষ্ট্রদূতের স্ত্রী জাহরা চাভোশি, রাষ্ট্রদূতের পি.আর.ও মোহাম্মদ সামশাল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খাইরুল বাশার, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, ছাত্র সমন্বয়ক আরিফুল ইসলাম আকিব।

আরও উপস্থিত ছিলেন, আকবরিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলাল, উপ ব্যবস্থাপনা পরিচালক শাহনুর ইসলাম, আরমান হোসেন, পরিচালক ইকবাল নূর শুভ, আশিক ইবনে হাসান, আদনানুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত