ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জিয়াসমিন আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেছে শ্বশুরবাড়ির লোকজন। গত রোববার রাত ১১টায় এই ঘটনা ঘটে। মৃত জিয়াসমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দেওয়ান পাড়ার মৃত ইউনুস মিয়ার মেয়ে ও সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের মুখলেস মিয়ার স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় জিয়াসমিনকে নিয়ে আসেন তার শ্বশুর বাড়ির লোকজন। পরে তাকে ইসিজি করে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। চিকিৎসক জিয়াসমিনকে মৃত ঘোষনার পরপরই তার লাশ রেখে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। মৃতের পরিবারের লোকজন জানায়- প্রায় ১২ বছর আগে জিয়াসমিনের সঙ্গে মুখলেসের বিয়ে হয়। মুখলেস একজন মাদকসেবি। প্রায়ই সে মাদকের টাকার জন্য জিয়াসমিনকে মারধোর করত। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিয়াসমিন কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর সংবাদ জানান সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।