ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বর্জ্য ফেলায় মানা হচ্ছে না নির্দেশনা

বর্জ্য ফেলায় মানা হচ্ছে না নির্দেশনা

সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুরানীবাজার থেকে আদর্শগ্রাম যাওয়ার মূল সড়কের পাশে খাল ও ফসলি জমির কাছে সোনাগাজী পৌরসভার সংগ্রহীত বর্জ্য ফেলা হচ্ছে। যা রীতিমতো দক্ষিণ চরদরবেশের এলাকাবাসীর গলারকাঁটা হয়ে দাঁড়িয়েছে। বর্জ্য ফেলার ক্ষেত্রে মানা হচ্ছে না পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ল্যান্ডফিল বিষয়ক নির্দেশনা। চরদরবেশের ৯নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দক্ষিণ চরদরবেশে পৌরসভার ফেলা বর্জ্য খাল ও ফসলি জমিতে পড়ছে। আসন্ন বর্ষা মৌসুমে জোয়ার ও বৃষ্টির পানির সাথে সোনাগাজী পৌরসভার ফেলা বর্জ্যসমূহ ফসলি জমিতে পতিত হয়ে ফসল উৎপাদন ব্যহত করবে বলে দাবি করেন ভুক্তভোগী এলাকাবাসী।

তারা আরো জানান, উক্ত ময়লা আবর্জনায় সর্বক্ষণ আগুন জ্বলায় দুর্গন্ধ ও ধোঁয়া ছড়িয়ে পড়ায় পরিবেশ ও মানুষের বসবাস মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এমতাবস্থায় আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে বর্জ্যগুলো অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানান তারা। সোনাগাজী পৌরসভার বর্জ্য ফেলার ক্ষেত্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ল্যান্ডফিল বিষয়ক নির্দেশনার তোয়াক্কা না করে কোনো প্রকার ‘ল্যান্ডফিল সেল’, ল্যান্ডফিল স্থানে দেয়াল ও গেট নির্মাণ না করে, খাল ও ফসলি জমির পাশে ফেলা হচ্ছে বর্জ্য।

চরদরবেশ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ইকবাল হোসেন হেলাল জানান, চরদরবেশ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পৌরসভার বর্জ্য ফেলার ফলে কৃষি জমি ও পরিবেশ দূষিত হচ্ছে। যা ভবিষ্যতে মারাত্মক ভাবে এলাকাবাসীর জন্য ক্ষতি বয়ে আনবে। নুরানী বাজার ছাত্র সংঘ পাঠাগারের সহসভাপতি নুরুল আফসার ফারুক জানান, পৌরসভার বর্জ্য ফেলার ফলে সড়ক দিয়ে যাতায়াত করা ছাত্রছাত্রী ও এলাকাবাসী ক্ষতিগ্রস্থ হচ্ছে। পাশাপাশি বর্জ্যগুলো বর্ষাকালে বৃষ্টি ও জোয়ারের পানিতে মিশে ফসলি জমিতে গিয়ে পড়বে এবং শস্য উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই সমস্যা দ্রুত সমাধানে তিনি উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেন।

আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের জানান, নুরানী বাজার থেকে আদর্শগ্রামে যাতায়াতের মূল সড়কের পাশে পৌরসভার বর্জ্য ফেলার কারণে সৃষ্ট ধোঁয়া পরিবেশের ব্যাপক ক্ষতি করছে। সড়কে যাতায়াতকারী শিক্ষার্থী ও এলাকাবাসী ময়লা আবর্জনা থেকে সৃষ্ট জীবাণু কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও সোনাগাজী পৌরসভার প্রশাসক কামরুল হাসান জানান, চরদরবেশে ময়লার স্তূপের চারপাশে অতিদ্রুত বেড়া দেয়ার ব্যবস্থা করা হবে। এবং বর্ষার পূর্বেই ময়লাগুলো স্থায়ী ল্যান্ডফিল তৈরি করে সেখানে সরিয়ে নেয়ার কার্যক্রম চলমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত