ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পূর্বশত্রুতায় শতাধিক ফলের গাছ কর্তন

পূর্বশত্রুতায় শতাধিক ফলের গাছ কর্তন

হবিগঞ্জের মাধবপুরে এক কৃষকের কষ্টের টাকার ফলের বাগান সাবাড় করল দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। রাতের আঁধারে কৃষক দেওয়ান রানার ফলের বাগানের কলাগাছ, লেবুগাছ, আমগাছ, লিচুগাছসহ প্রায় শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সকালে বাগানে গিয়ে তিনি এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা জানান, দেওয়ান রানা মিয়া তার বাড়ির পাশে পতিত জায়গায় গত ৫-৬ বছর তার পিতাকে সঙ্গে নিয়ে উন্নতজাতের আম, কাঠাল, লিচু, কলাসহ বিভিন্ন জাতের ফলের চারা গাছ রোপণ করেন।

সঠিকভাবে পরিচর্যার কারণে গাছগাছালি সুন্দরভাবে বেড়ে উঠতে থাকে। কয়েক বছর পরেই গাছে ফল ধরার সম্ভবনা ছিল। গাছগুলো এলাকার মানুষের নজর কেড়েছিল। তাদের দেখাদেখিতে আরও অনেক লোক তাদের পতিত জমিতে চারা গাছ রোপণে উৎসাহিত হয়েছিল। কিন্তু বাড়ন্ত ফল বাগান রাতের আঁধারে কেটে ফেলায় এলাকাবাসী কষ্ট পেয়েছেন। দেওয়ান রানা জানান, বৃহস্পতিবার সকালে তিনি বাগানে গিয়ে বাগানের এ দৃশ্য দেখে চমকে ওঠেন। এসময় তিনি আরও বলেন, দুর্বৃত্তরা শুক্রতা করে তার সব শেষ করে দিয়েছে। তবে কে বা কারা এই কাজ করেছে তিনি বলতে না পারলেও তার ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এই ক্ষতি করা হয়েছে। রানার বাবা দেওয়ান সাত্তার মিয়া জানান, আমার ছেলে বিভিন্ন নার্সারি থেকে উন্নতজাতের ফলের গাছ এনে বাগানে রোপণ করেছে। আমরা সবাই মিলে বাগানের পরিচর্যা করে গাছগুলো বড় করে তুলেছি। আজ সকালে বাগানের চিত্র দেখে স্তব্ধ হয়ে গেছি।

শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, যারা ফল বাগানের গাছ কেটেছে। ওরা সমাজ ও দেশের শত্রু। মাধবপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন জানান, যারা এটি করেছে এসব দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা করছে। প্রকৃতি সংরক্ষণ তেলমাছড়া বন কর্মকর্তা, মেহেদি হাসান জানান, এতগুলো গাছ কেটে ফেলায় ব্যক্তির ক্ষতির পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যেরও ক্ষতি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত