প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৫ এপ্রিল, ২০২৫
বরেন্দ্র অঞ্চলে এক সময়ের জনপ্রিয় যাত্রাদল ছিল ‘রূপশ্রী অপেরা’। দলটির প্রদর্শিত যাত্রাপালা, এর অভিনয়শিল্পী, ইতিহাস ও সামাজিক-সাংস্কৃতিক অবদান নিয়ে ‘রূপশ্রী অপেরা’ নামে একটি বই প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নওগাঁ শহরের প্যারীমোহন গ্রন্থাগার অডিটোয়িরামে বইটির মোড়ক উন্মোচন ও প্রীতি সম্মিলিত অনুষ্ঠিত হয়েছে। ইতিহাস গবেষণাধর্মী ‘রূপশ্রী অপেরা’ বইটি লিখেছেন গবেষক, লেখক ও সামাজিক ব্যক্তিত্ব মোস্তফা আল মেহমুদ রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলা একাডেমি গবেষণা কর্মকর্তা ও প্রাবন্ধিক-গবেষক মামুন সিদ্দিকী * আলোকিত বাংলাদেশ