ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ধর্ষণচেষ্টার অভিযোগ

ধর্ষণচেষ্টার অভিযোগ

পিরোজপুরের কাউখালীতে শিশুছাত্রীকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে কাউখালী থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।

কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ২৪ এপ্রিল সন্ধ্যার আগে বসতবাড়ির পাশেই অন্যান্য সহপাঠীদের সঙ্গে খেলছিল। এই সময় একই এলাকার অষ্টম শ্রেণির একছাত্র তাকে তুলে নিয়ে পার্শ্ববর্তী বাড়িরে রান্নাঘরের পূর্বপাশে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির ডাকচিৎকারে সে পালিয়ে যায়। এ ব্যাপারে মেয়েটির মা গতকাল কাউখালী থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে মামলা করেন।

কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান, থানায় নিয়মিত মামলা করে আসামিকে গ্রেপ্তার করে পিরোজপুর শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত