কুমিল্লায় দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্র-গুলিসহ ও ৯ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল রোববার ভোররাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও অবৈধসামগ্রী উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৪৪ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৩ বীর পরিচালিত এবং র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে অস্ত্র সরবরাহকারী মো. রুবেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। রুবেল সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং তিনি কিশোর গ্যাংদের কাছে অস্ত্র সরবরাহ করতেন। পরে কুমিল্লা শহরের রেসকোর্স (পলাশী গলি) এলাকায় অপর একটি অভিযানে মো. আকিব হোসেন (২৯), সাজ্জাদ হোসেন (৪৭) ও শাহাদাত হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়।
এ অভিযানে একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি রিভলভার, ৮ রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেইন, ল্যাপটপসহ নানা অবৈধসামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে, নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য সাইফুল ইসলাম (১৯), ইমরান হোসেন রতন (১৯), মুজাহিদ (২১) ও রাফিউল আলম শফিকে (২০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আরও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরেকজন সন্দেহভাজন অপরাধীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধার অস্ত্র ও আলামতগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘পৃথক অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।