ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

১২ শিক্ষার্থী বহিষ্কার, তিন শিক্ষককে অব্যাহতি

১২ শিক্ষার্থী বহিষ্কার, তিন শিক্ষককে অব্যাহতি

জামালপুরের মাদারগঞ্জে এসএসসি সমমান ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভোকেশনাল, মাদ্রাসা ও জেনারেল শাখার ৪টি পরীক্ষা কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির দেওয়া হয়েছে। গতকাল রোববার জেলার মাদারগঞ্জ উপজেলায় জুনাইল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ৩ শিক্ষার্থী, ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ শিক্ষার্থী, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ পরীক্ষার্থী, মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসার কেন্দ্রে ২ পরীক্ষার্থীকে পরীক্ষার নিয়ম লঙ্ঘনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকরা হলেন- আব্দুর রহমান, নাসরিন আক্তার ও শাহিনুর আলম। তারা তিনজনে ৩ কেন্দ্র পরিদর্শককে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত