প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় দিনব্যাপী কৃষক গ্যাপ (এঅচ) সার্টিফিকেশন বিষয়ক কৃষক-কৃষানি ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার ঈশ্বরদী উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা রানী সরকার। এছাড়াও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্ন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ প্রহল্লাদ কুমার কুন্ডু ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: ধীমান তানভীর স্বাক্ষর প্রমুখ। এই প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন কৃষক-কৃষানি ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন।