ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ইটভাটা গুঁড়িয়ে জরিমানা আদায়

ইটভাটা গুঁড়িয়ে জরিমানা আদায়

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার দিনভর জেলার উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় উল্লাপাড়ার মেসার্স নিও ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

এছাড়া আইন লঙ্ঘন করে ভাটা পরিচালনার দায়ে আরো ৮টি ইটভাটার কিলন ভাঙা হয়েছে এবং সবগুলোর বিদ্যুৎসহ বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত