ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে হত্যা মামলার আসামি রফিকুল মোল্যা (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পিছন থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। রফিকুল মোল্যা ওই গ্রামের আজিজুল মোল্যার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত ১১ এপ্রিল দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আফতাব মোল্যা পক্ষের ফরিদ মোল্যা (৫৭) নামে একজন নিহত হন। এ ঘটনার দুদিন পর কালিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় রফিকুল ১৮ নাম্বার এজাহার নামীয় আসামি। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল রিকাইল শেখের বাড়ির পেছনে রফিকুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। জানা যায়, গত ২৭ এপ্রিল নিহত রিকাইলের মা ফাতেমা বেগম কালিয়া থানায় বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আফতাব মোল্যা পক্ষের লোকদের আসামি করে একটি মামলা করে। এ ঘটনার দুই দিনের মাথায় খুন হলেন রফিকুল মোল্লা। কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত