সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি পুরাতন ব্রিজের সরঞ্জামাদি তদন্তে দুদুকের অনুসন্ধান অভিযান শুরু করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম এ তদন্ত করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্বাবধানে ওই উপজেলার তাড়াশ-কাটাগারী সড়কের পুরাতন ব্রিজ ভেঙে নতুন ব্রিজের কাজ শুরু করা হয়েছে। এ পুরাতন ব্রিজের সরঞ্জামাদি নিলামে বিক্রি না করে সিংহভাগ সরঞ্জামাদি সরিয়ে ফেলা হয়েছে। এমন অভিযোগে দুদকের ওই তদন্ত টিম সরাসরি ঘটনাস্থলে যান এবং তারা অনুসন্ধান অভিযান শুরু করেন। এ টিম উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়েও এ অভিযোগের বিষয়ে তদন্ত করেছেন। সহকারী পরিচালক (এডি) জানান, অভিযোগ অনুসন্ধান করে এবং কাগজপত্র যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে এ অভিযোগের সত্যতা মিলেছে। এ তদন্ত টিমের অপর ২ সদস্য হলেন- দুদকের উপ-সহকারী পরিচালক মানোয়ার হোসেন ও কোর্ট পরিদর্শক মো. হোসেন আলী। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম (এলজিইডি) সিরাজগঞ্জ বলেন, দুদকের অভিযানের কথা শুনেছি। ভেঙে ফেলা একটি পুরাতন ব্রিজের সরঞ্জামাদির বিষয়ে তদন্ত করছেন। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম বলেন, ভেঙে ফেলা একটি পুরাতন ব্রিজের সরঞ্জামাদির ঘটনায় দুদকের টিম আসছিলেন বলে শুনেছি এবং তারা তদন্ত শুরু করেছেন বলে উল্লেখ করেন।