ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

অভিবাসীকর্মীদের সহযোগিতা করলে রেমিট্যান্স বাড়বে

অভিবাসীকর্মীদের সহযোগিতা করলে রেমিট্যান্স বাড়বে

মুন্সীগঞ্জে বিদেশ প্রত্যাগত অভিবাসীকর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যাকালের সভা কক্ষে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। ওয়েলফেয়ার সেন্টার মুন্সীগঞ্জের আয়োজনে এতে অংশনেয় অভিবাসীসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। ওয়েলফেয়ার সেন্টার মুন্সীগঞ্জের সহকারী পরিচালক মো. শাহজালালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানি, ওয়েজ আর্নাস ওয়েলফেয়ার বোর্ডের যুগ্ম- প্রকল্প পরিচালক জাহিদ আনোয়ার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আলী আকবর, মুন্সীগঞ্জের কাগজের চিফ রিপোর্টার সাংবাদিক মাসুদ রানা, যমুনা টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি আরাফাত রায়হান সাকিবসহ বিভিন্ন এনজিও কর্মীরা। এ সময় বিভিন্ন অভিজ্ঞতা উপস্থাপন করে বিদেশ অভিবাসীরা। এদিকে সংশ্লিষ্টরা জানান, সরকার কর্তৃক রেইজ প্রকল্পের মাধ্যমে বিদেশ প্রত্যাগত অভিবাসীদের জন্য ৭টি পয়েন্টে সেবা ও ২৬টি পয়েন্টে সহযোগিতার বিষয়টি আলোচনা করে এপর্যন্ত ৫ লাখ প্রণোদনা, দক্ষতা সনদ, ঋণ প্রাপ্তিতে সহযোগিতার কথা জানান। একইসঙ্গে অভিবাসীদের যে কোনো সহযোগিতায় ওয়েজ আর্নার কল্যাণ বোর্ড তথা ওয়েলফেয়ার সেন্টারের সহযোগিতা নিতে আহ্বান জানান।

বক্তব্যে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, অভিবাসীকর্মীদের সহযোগীতা করলে দেশে রেমিট্যান্স বাড়বে। ওয়েলফেয়ার সেন্টারের কর্মসূচির বিষয়ে আরো প্রচার প্রসারের মাধ্যমে অভিবাসীদের সহযোগিতা নিশ্চিতের বিষয়ে আলোকপাত করে তিনি আরো বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের অন্যতম জেলা মুন্সীগঞ্জ। তাই এসব সেবা-সহযোগিতা যথাযথ বাস্তবায়ন করতে হবে সংশ্লিষ্টদের। এক্ষেত্রে বেশি প্রচার-প্রসার করে সবাইকে অবহিত করতে হবে। পাশাপাশি অভিবাসীদেরও সচেতন হতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত