ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে বিএনপির সম্মেলন

তাড়াইলে বিএনপির সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আজ তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে উপজেলাজুড়ে উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।

২০১৬ সালে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর এ কমিটি ভেঙে ২০২১ সালের অক্টোবর মাসের ৪ তারিখে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ বিরতির পর সম্মেলন হওয়ায় উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দলের নেতৃত্বে কে আসছেন এ নিয়ে হাট-বাজারসহ সর্বত্রই আলোচনা চলছে। সম্মেলনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন পদপ্রত্যাশী হয়ে উপজেলার ৭টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কাউন্সিলরদের কাছে ভোট প্রার্থনা করে মাঠ চষে বেড়িয়ে সফলতা পাবার আশায় নিরবচ্ছিন পরিশ্রম করেছেন।

সংগঠনকে সুসংগঠিত ও আধুনিক রূপে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সভাপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফা ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটন প্রার্থী হয়েছেন। তরুণ নেতৃত্ব ও অভিজ্ঞদের মিশেলে নিজেদের দক্ষ সংগঠক হিসেবে সারোয়ার আলম, শাহরিয়ার খান, আখলাকুল ইসলাম অংকুর, শরিফ আহমেদ আলেক, শরিফুল মাহমুদ শোয়েব সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে ভোটারদের সমর্থন কামনা করছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। উদ্বোধন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ওহাব আকন্দ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত