ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

অভিযোগ তদন্তে সড়ক পরিদর্শন

অভিযোগ তদন্তে সড়ক পরিদর্শন

বগুড়ার শিবগঞ্জে ৮১ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাস্তার অনিয়ম ও নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তদন্তে মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় সরেজমিন রাস্তাটি পরিদর্শন করেন দুদক বগুড়ার সহকারী পরিচালক জাহিদুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা। অভিযানের বিষয়ে দুদক বগুড়ার সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বলেন, নিম্নমানের কাজ হয়েছে স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন রাস্তাটি পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে অনিয়মের বিষয়ে কথা বলা হয়। পরিদর্শন শেষে শিবগঞ্জ উপজেলা এলজিইডি পরিদর্শন করে ওই রাস্তা সংক্রান্ত সব কাগজপত্র গ্রহণ করেছেন। এ বিষয়ে নিরপেক্ষ প্রকৌশলী প্রতিবেদন পেলে তা কমিশনে জমা দেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত