দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে ঝালকাঠিতে শ্রীগুরু সংঘের আয়োজনে তিনদিনব্যাপী মহামিলন উৎসব শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে এর উদ্বোধন করেন ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক অসীত কুমার সাহা, শ্রীগুরু সংঘের পরিমল চন্দ্র দে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে শহরের আড়ৎদ্দাড়পট্টি হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে পূজা অর্চন, সংগঠের পতাকা উত্তোলনসহ নানা অনুষ্ঠানে আয়োজন করা হয়।