গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করছেন বাবা। এ ঘটনাটি ঘটেছে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে। গত মঙ্গলবার রাতে নিজ ঘরে বাবা মোহাম্মদ আলী ছেলে আনোয়ার হোসেনকে ঘুমন্ত অবস্থায় বটি দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে।
জানা যায়, পাঁচ বছর আগে বিদেশ থেকে ফিরে মাদকাসক্ত হয় আনোয়ার। সে সময় তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করার পর সুস্থ হয়ে পুনরায় মালয়েশিয়া চলে যায়। গত দেড় বছর আগে মালয়েশিয়া থেকে ফিরে ফের মাদক সেবন শুরু করে। তার জমানো আট লাখ টাকা খরচ করে ফেলে। পরে মাদকের টাকার জন্য প্রায় সময় বাবাকে চাপ দিতো। পুকুরের মাছ, গোয়ালের গরু বিক্রি করে টাকা নিতো। গত মঙ্গলবার মাদকের টাকা না পেয়ে গোয়ালে থাকা ১১টি গরুকে মারধর করতে থাকে। এ ঘটনায় বাবা ওইদিন রাত ৩টার দিয়ে ঘুমন্ত ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত হলে রক্তাক্ত জামা পরেই থানায় চলে আসে। বলে আমি আমার ছেলেকে মেরে ফেলেছি। আমাকে গ্রেপ্তার করুন। পরে পুলিশ তাকে আটক করে। সত্যতা যাচাইয়ের জন্য নানাইয়া আটিপাড়া গ্রাম থেকে আনোয়ারের গলাকাটা লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল জানান, গতকাল বুধবার ভোরে মোহাম্মদ আলী আত্মসমর্পণ করলে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।