ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশন চালুর দাবিতে রেলপথ অবরোধ

ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশন চালুর দাবিতে রেলপথ অবরোধ

রাজশাহীর চারঘাটের নন্দনগাছি স্টেশন দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। গত বৃহস্পতিবার সকালে নন্দনগাছি ট্রেন স্টেশনের ট্রেন লাইনের উভয়পাশের চারঘাটসহ নিকটবর্তী উপজেলার কয়েক হাজার মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নন্দনগাছি রেলস্টেশনটি পুরোদমে চালু করার দাবি জানান এলাকাবাসী।

স্টেশনটি চালু করার এরইমধ্যে সর্বস্তরের জনগণের পক্ষে জেলা প্রশাসক ও রেলওয়ে বিভাগে স্মারকলিপি জমা দিয়েছেন একটি প্রতিনিধি দল। তবে বর্তমান প্রেক্ষাপটে জনবল সংকটের কারণে বন্ধ স্টেশনগুলো চালু করা সম্ভব হচ্ছে না বলেন বাংলাদেশ রেলওয়ে বিভাগ (পশ্চিমাঞ্চল) এর ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ও প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম।

মানববন্ধনে অংশগ্রহণকারী একাধিক এলাকাবাসী নন্দনগাছি বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, আব্দুল খালেক, আবু সাইদ হিরু জানান, প্রায় ১০ বছর হলে একসময়ের ব্যস্ততম স্টেশনটির কার্যক্রম বন্ধ রয়েছে। জনবলহীন একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই স্টেশনের বিল্ডিং। স্টেশন মাষ্টারসহ কোন কর্মচারী না থাকায় অকেজো হয়ে পড়ে আছে স্টেশন এর লুপ লাইনের মিটারসহ বিভিন্ন যন্ত্রপাতি। দিনে মহানন্দা নামে একটি লোকাল ট্রেন যাত্রা বিরতি দিলেও প্লাটফরম না থাকায় অনেকটা কষ্ট ও ঝুকি নিয়ে ট্রেন এর বগিতে উঠানামা করতে হয়। উঠতে গিয়ে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয় নারী, বৃদ্ধ এমনকি শিশুদের। অথচ একসময় মহানন্দা, উত্তরা, ৬৪ আড়াই ট্রেন নামে ৩টি ট্রেন এই স্টেশনে নিয়মিত যাত্রবিরতি করতো।

মানববন্ধনে অংশগ্রহণকারী নিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান বলেন চাকরি, ব্যবসা, চিকিৎসাসহ বিভিন্ন কাজে প্রায় কয়েক হাজার মানুস রাজশাহী, নাটোরসহ বিভিন্ন জেলায় যাতায়াত করে। স্টেশনটি বন্ধ থাকায় প্রায় ৩০ কিমি দূরে গিয়ে রাজশাহী অথবা নাটর স্টেশন থেকে ট্রেন এ চেপে গন্তব্যস্থলে যেতে হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকায় অত্র এলাকার সাধারন মানুষ ভোগান্তীর স্বীকার হচ্ছে। তাই দ্রুত স্টেশন মাষ্টার নিয়োগ দিয়ে ট্রেন স্টেশনটি চালু করার দাবি জানান তিনি। এই স্টেশনটি চালু হলে ৩টি উপজেলার প্রায় কয়েক হাজার মানুষ প্রতিদিন নিয়মিত যাতায়াত করতে পারবে। এতে করে যেমন এলাকাবাসীরা উপকৃত হবে তেমনই সরকারও আর্থিকভাবে লাভবান হবে। কৃষিভিত্তিক এই অঞ্চলটির জনগনের কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশিল করতে ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করার লক্ষ্যে নন্দনগাছি স্টেশনটি চালু ও ট্রেন যাত্রাবিরতি অগ্রনী ভূমিকা পালন করবে বলে মনে করেন এলাকাবাসী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত