ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ছাত্র হত্যাচেষ্টা মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার

ছাত্র হত্যাচেষ্টা মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। গতকাল শুক্রবার দুপুরের দিকে আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান মানিক, রোয়াইল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি সোহেল রানা, ধামরাই উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আহাত মিয়া, কুল্লা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান।

ইজহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা ৪ ও ৫ আগস্ট রাস্তায় লাঠি সোটা ও দেশীয় অস্ত্র সস্ত্রে ছাত্র জনতার আন্দোলনকে ব্যাহত করতে রাস্তায় ছাত্রদের প্রতিহত করতে চেয়েছিল। সে সময় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ ধামরাই হার্ডিজ্ঞ স্কুল অ্যান্ড কলেজের সামনে গুলিতে নিহত হয় এবং আরও অনেক ছাত্র আহত হয়। সে সময় মানিক পৌরসভার ৫নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি হওয়ার পর বেপরোয়া হয়ে পরে। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আসাদুজ্জামান মানিকসহ বাকি আসামিরা আত্মগোপনে চলে যায়। অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত