ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

মেঘনা নদীতে যুবকের মৃত্যু

মেঘনা নদীতে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে গজারিয়া উপজেলার চর রমজানবেগ গুচ্ছগ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকাল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। নিহত যুবকের নাম ইমাম হোসেন নয়ন (২৫)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকার জাকির হোসেনের ছেলে বলে জানা গেছে। বিকাল ৩টার দিকে গোসল করতে মেঘনা নদীতে নেমে নিখোঁজ হন তিনি। তার সঙ্গে থাকা বন্ধুরা ৯৯৯-এ কল দিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের অদূরে নদীর চর রমজানবেগ গুচ্ছগ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত