ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ঈদগার জন্য এলাকাবাসীর মানববন্ধন

ঈদগার জন্য এলাকাবাসীর মানববন্ধন

কুমিল্লার তিতাসে ঈদগায় মাটি ভরাটে প্রশাসনের অনুমতির জন্য মানববন্ধন করেছে উপজেলার জগতপুর ইউনিয়নের ১ম গোবিন্দপুর গ্রামবাসী। গত শুক্রবার বিকাল ৫টায় ১ম গোবিন্দপুর শাহী ঈদগাহ এর জন্য ক্রয়কৃত নির্ধারিত স্থানে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত দুই মাস আগে ঈদগাহ এর জন্য ক্রয়কৃত জায়গায় মাটি ভরাটের কাজ শুরু করে গ্রামবাসী। ঈদগার জন্য ক্রয়কৃত জমির সাথে সরকারি হালট থাকায় উপজেলা প্রশাসন মাটি ভরাটের কাজ বন্ধ করে দেয় এবং ভবিষ্যতে এখানে মাটি ভরাট কাজ না করার জন্যও নির্দেশ দেয়। কিন্তু স্বাধীনতা পরবর্তীকাল থেকে অদ্যবধি এই ১ম গোবিন্দপুর গ্রামে কোনো ঈদগাহ না থাকায় প্রতিবছর ঈদের জামায়াত মসজিদে পড়তে হয় এবং কারও মৃত্যু হলে শুকনো মৌসুমে জানাজা দিতে পারলেও বর্ষায় জানাজা আদায়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকষণ করে বলেন, ঈদগাহটি সম্পন্ন হলে উক্ত গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার ঈদের জামায়াতসহ কারও মৃত্যু হলে জানাজার জন্য একটি নির্দিষ্ট জায়গা পায়। ফলে তারা ঈদগাহ এর জন্য ক্রয়কৃত স্থানে মাটি ভরাট করে ঈদগাহ নির্মাণের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মজিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক মো. আবুল কাশেম, ইউনুস সিরাজ প্রমুখ। এ সময় এতে আরও উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন জিল্লু, মো. বাদশাহ মিয়া, মো. শামসুল হক মাস্টার, রাকীবুল কবীর, মো. গিয়াস উদ্দিন, গোলাম মোস্তফা, মো. লোকমান হোসেন, জাহাঙ্গীর আলমসহ প্রায় শতাধিক গ্রামবাসী। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন বলেন, পানি প্রবাহের ব্যাঘাত সৃষ্টি হবে বিধায় সামরিকভাবে ঈদগাহ নির্মাণে কাজ বন্ধ রাখা হয়েছে। এখানে শ্রেণি পরিবর্তনের বিষয় জড়িত। এলাকাবাসী আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত