ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দুই দালালকে কারাদণ্ড
নারায়ণগঞ্জে হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান সরকারি ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দালালকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের খানপুর এলাকার মোকসেদ আলীর ছেলে মো. মঞ্জু এবং গলাচিপা কলেজ রোড এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো. মাসুদ হাওলাদার। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন বলেন, সরকারি আদেশ অনুযায়ী হাসপাতাল এলাকায় দালাল বা প্রতারক চক্রের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই আদেশ অমান্য করে দুই ব্যক্তি সেখানে সক্রিয় ছিলেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দুইজনকে তাৎক্ষণিক আটক করা হয়। সেই সঙ্গে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত