ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

যুবদল নেতার পুকুরের মাছ নিধন

যুবদল নেতার পুকুরের মাছ নিধন

কুষ্টিয়ার দৌলতপুরে যুবদল নেতা বেনজির আহমেদ বাচ্চুর মাছের পুকুরে দুর্বৃত্তদের দেওয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেটে অর্ধ কোটি টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে অমানবিক এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত যুবদল নেতা বেনজির আহমেদ বাচ্চু দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক। ক্ষতিগ্রস্ত যুবদল নেতা বেনজির আহমেদ বাচ্চু বলেন, আমার মালিকানাধীন তিনটি চাষের পুকুরে মঙ্গলবার দিবাগত রাতের আঁধারে দুর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে পুকুরের লাখ লাখ টাকার মাছ মারা যায়। গতকাল বুধবার সকালে গিয়ে দেখি মাছ মরে পুকুরে ভাসছে। তিনি দাবি করেন, ক্ষতির পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা হবে। তিনি আরও বলেন, আমার ধারণাও ছিল না এমন ন্যাক্করজনক কাজ কেউ করতে পারে। এলাকার কারও সঙ্গে আমার ব্যক্তিগত বিরোধ নেই। এ ঘটনায় আমি আইনিব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত