পাবনায় ছোট ভাইয়ের হাতুড়িপেটায় বড় ভাই নিহত হয়েছেন। পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামে এঘটনা ঘটেছে। নিহত আব্দুল ওহাব মন্ডল (৫০) ওই গ্রামের মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে। পুলিশ অভিযুক্ত আরব মন্ডলকে আটক করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাত ৩টায় ইউনিয়নের শুকচর গ্রামে এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আরব আলী মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।