ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

এবি পার্টির ভাইস চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

এবি পার্টির ভাইস চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার সদরের কাছাকাছি এলাকা খুরুশকুল কলিয়াপাড়ায় ‘আল্লাওয়ালা হ্যাচারিতে আলী আকবর নামের যুবক খুনের ঘটনায় আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমসহ ৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে মামলাটি নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। নিহত আলী আকবরের স্ত্রী এলমুন্নাহার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় আসামিরা হলেন জাহাঙ্গীর কাশেমের ছেলে রাইয়ান কাশেম, আবুল কাশেমের ছেলে তানভীর কাশেম, আল্লাহওয়ালা হ্যাচারীর ম্যানেজার আনোয়ার, আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর কাশেম, আলী আহাম্মদের ছেলে মোহাম্মদ হোছাইন প্রঃ হোছেন ও রেজাউল করিমের ছেলে মিজানুর রহমান প্রঃ মিজানসহ অজ্ঞাতনামা ৪/৫ জন। আসামিদের মধ্যে রায়হান কাশেম, মিজান ও আনোয়ার হোসাইন কারাগারে রয়েছেন। মামলা নথিভুক্ত হওয়ার আগেই মঙ্গলবার পুলিশ হেফাজতে থাকা হ্যাচারি পরিচালক রাইয়ান কাশেমকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। কক্সবাজার সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাভেদের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ। মিজান ও হোসাইন নামের আরও দুজন সোমবার একইভাবে কারাগারে যান। অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার জানান, তারা এ ঘটনায় রাইয়ানের সম্পৃক্ততা না থাকার বিষয়ে নানা যুক্তি তুলে ধরেছেন। কিন্তু আদালত এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আদালত রাইয়ানকে সুচিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় কারাগারে থাকা রাইয়ান কাশেম জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক। সম্প্রতি আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’রও জেলা সংগঠক হিসেবে কাজ করছেন তিনি। প্রসঙ্গত, গত রোববার রাত ১০টায় খুরুশকুলের কুলিয়াপাড়া ও মাঝির ঘাট এলাকার ‘আল্লাওয়ালা হ্যাচারি’ নামে মৎস্য ঘেরে আলী আকবর নামের ওই যুবককে হত্যার অভিযোগ ওঠে। নিহত আলী আকবর খুরুশকুলের কুলিয়াপাড়ার মৃত দানু মিয়ার ছেলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত