সুবিধাবঞ্চিত নারী, শিশুদের জীবনবদলের লক্ষ্যে কর্মরত বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের আওতায় জামালপুর শহরের রানীগঞ্জ যৌনপল্লিতে বসবাসরত নারীদের জন্য দিনব্যাপী চিকিৎসা শিবির পরিচালনা করা হয়েছে। দাতা সংস্থা ইউএন-উইমেন এর অর্থায়নে যৌনপল্লী সংলগ্ন সংযোগ প্রকল্পের জেলা কার্যালয়ে ৬ মে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। জামালপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোবাশ্বিরা হক রানীগঞ্জ যৌনপল্লির নারী-পুরুষ ও শিশু রোগীদের বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত শোনেন এবং প্রয়োজনীয় ওষুধসেবন ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবস্থাপত্র লিখে দেন।