ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

শিল্পাঞ্চল এলাকা পরিদর্শন

শিল্পাঞ্চল এলাকা পরিদর্শন

সোনাগাজীতে শিল্পাঞ্চল এলাকার জন্য এক্সেস রোড নির্মাণের স্থান পরিদর্শন করলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ও এলজিইডি কর্মকর্তারা।

গতকাল বুধবার বেজার এনডিই প্রকল্পের পিডি প্রকৌশলী কামরুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী বাদশা মিয়া, ফেনী জেলা এলজিইডি নির্বাহী পরিচালক প্রকৌশলী মাহমুদ আল ফারুক, সোনাগাজী উপজেলা প্রকৌশলী মনির হোসেন। এসময় সোনাগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞাঁ, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাঁসহ সোনাগাজীর স্থানীয় লোকজন উপজেলা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী মনির হোসেন জানান, বেজা কর্মকর্তাবৃন্দ দেড় কিলোমিটার শিল্পাঞ্চল এক্সেস রোড নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত