ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

তালগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

তালগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তাল গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার ২ নম্বর নদমূলা শিলকাটা ইউনিয়নের হেতালিয়া গ্রামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান হাওলাদার (৬৫) হেতালিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের মৃত আতাহার আলী হাওলাদারের ছেলে। তিনি তাল পাড়ার জন্য নিজ বাড়ির পাশে একটি তাল গাছে ওঠেন। গাছের মাথায় ওঠার পর হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করেন। খুলনা যাওয়ার সময় পথে তিনি মারা যান। ভান্ডারিয়া থানার ওসি আহমদ আনওয়ার জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত