ঢাকার ধামরাইয়ের চাওয়া এলাকায় অপহৃত দুই জনকে ফেলে যাওয়ার সময় প্রাইভেটকারসহ চারজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার ধামরাই উপজেলার চাওনা এলাকায় ভুক্তভোগীর চিৎকারে চার অপহরণকারীকে আটক করেছে পথচারীরা। এর আগে আশুলিয়ার বাইপাইল থেকে রফিকুল ও টুটুলকে অপহরণ করা হয়। আটক হলেন- জয়নাল, মোশারফ হোসেন, মেহেদী হাসান, আব্দুল আজিজ। পুলিশ জানায়, গতকাল সকালে রফিকুল ও টুটুল আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে বগুড়ার উদ্দেশে আসেন। পরে তারা গাড়ির জন্য অপেক্ষা করা কালীন সময়ে একটি প্রাইভেটকার এসে জিজ্ঞাসা করে তারা দুইজন কোথায় যাবে। পরে রফিকুল ও টুটুল গন্তব্য বলে ও ভাড়ায় ঠিক করে প্রাইভেটকারে ওঠে। এসময় প্রাইভেটকারে ড্রাইভারসহ চার জন ছিলেন। এরপরে প্রাইভেটকার বগুড়ার উদ্দেশে রওনা হয় এবং জিরানী এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা তিনজন রফিকুল ও টুটুলের হাত, মুখ ও চোখ বেঁধে ফেলে। পরে তাদের কাছে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন এবং তাদের বাড়িতে স্বজনের কাছে ফোন করে আরও মুক্তিপণ দাবি করে। সেসময় অপহরণের শিকার ব্যক্তিদের বিভিন্নস্থানে ঘুরাতে থাকে এবং এক পর্যায়ে তাদের ধামরাইয়ের চাওনা এলাকায় নামিয়ে দেন। তখন তাদের চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে প্রাইভেটকারসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, চাওনা থেকে চার অপহরণকারীকে পথচারীরা পুলিশে সোপর্দ করেছে। মূলত একটি প্রাইভেটাকারে যাত্রীবেশে থাকা তিনজন ও চালক দুই ব্যক্তিকে প্রাইভেকারে করে বগুড়া নেয়ার কথা বলে অপহরণ করেছিল।