পুলিশের কাছ থেকে কাগজপত্র বিহীন জব্দ মোটরসাইকেল ছাড়িয়ে নেয়াকে কেন্দ্র করে নড়িয়া থানায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় বিল্লাল হোসেন নামে পুলিশের বিশেষ শাখার এক সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ ঘটনায় নড়িয়া থানার উপ-পরিদর্শক আল আমিনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এরইমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। হামলার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে বলে জানিয়েছে থানা সূত্র।
নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের মাসুম খানের বাড়িতে পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মাসুম খানের স্ত্রী রাবেয়া আক্তার বাদী হয়ে একই উপজেলার নোয়াদ্দা বাংলা বাজার গ্রামের স্বপন হাওলাদারের ছেলে শাওন হাওলাদারসহ ৪ জনকে আসামি করে নড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই দিন ওই বাড়িতে হামলার সময় স্থানীয়দের ধাওয়ায় ৩টি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। এরপর গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে জব্দ করা মোটরসাইকেল ছাড়িয়ে আনতে যায় ছাত্রদল নেতা পরিচয়দান কারী শাহিন শেখ, নুর মোহাম্মদ ও রাজনসহ ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী। জব্দ করা মোটর সাইকেলের রেজিষ্ট্রেশনের বৈধ কাগজপত্র না থাকায় মোটর সাইকেল ছাড়তে অস্বীকৃতি জানায় পুলিশ। বিষয়টি নিয়ে উত্তেজিত নেতাকর্মী ও পুলিশের বাকবিতণ্ডার এক পর্যায়ে থানার হামলা করে বিক্ষুব্ধরা। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মো. বিল্লাল নামে এক ডিএসবি কনস্টেবল গুরুতর আহত হয়। আহত পুলিশ সদস্যকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় হামলাকারীরা থানার পুলিশের ১টি গাড়িতে ও ২টি কক্ষে ভাঙচুর চালায়। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন তিনজনকে আটক করে।
নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েল মাঝি বলেন, ছাত্রদলের সংশ্লিষ্টতা অভিযোগ তুললেও এই মুহূর্তে নড়িয়া উপজেলা, পৌরসভা ও কলেজ শাখায় ছাত্রদলের কোনো কমিটি নেই। দুষ্কৃতিকারীরা সুবিধা নিতেই দলীয় পরিচয় ব্যবহারের চেষ্টা করছে। দুষ্কৃতিকারীদের কোনো দায় উপজেলা বিএনপি নেবে না।