মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কের কাজে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ‘মানিকগঞ্জে ১১ কোটি টাকার রাস্তায় কাঁদা মাটি দিয়ে কম্পেকশন’ শিরোনামে বহুল প্রচারিত জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় অনলাইনে ৮ মে সংবাদ প্রকাশের পরপরই নড়েচড়ে বসে এলজিইডি। এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলমের নির্দেশে তাৎক্ষণিকভাবে একটি প্রতিনিধি দল সরেজমিন নির্মাণাধীন রাস্তাটি পরিদর্শন করে। প্রতিনিধিদলের সুপারিশের ভিত্তিতে সমস্যাযুক্ত অংশে কাদা মাটি দিয়ে দেওয়া কম্পেকশন অপসারণ করা হয়েছে * আলোকিত বাংলাদেশ