ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সারিয়াকান্দিতে যমুনার তীররক্ষা বাঁধের কাজ শেষ পর্যায়ে

সারিয়াকান্দিতে যমুনার তীররক্ষা বাঁধের কাজ শেষ পর্যায়ে

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর তীব্র ভাঙন রোধে তীর সংরক্ষণ কাজ জোরেশোরে শুরু হয়েছে। শুকনা মৌসুমের সুবিধা কাজে লাগিয়ে এরইমধ্যে কামালপুর ইউনিয়নের ইছামারা এলাকায় ডানতীর সংরক্ষণের কাজ প্রায় সম্পন্নের পথে। পাশাপাশি যেসব স্থানে সিসি ব্লক দেবে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে দ্রুত মেরামতের কাজও শুরু হয়েছে।

গত বর্ষা মৌসুমে সারিয়াকান্দির বেশ কয়েকটি এলাকায় প্রবল স্রোতে সিসি ব্লক ভেঙে পড়েছিল।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে কর্ণিবড়ি ইউনিয়নের দেবডাঙা গ্রামের কাজীর মসজিদের দক্ষিণ পাশ, চন্দনবাইশা ইউনিয়নের শেখপাড়া, কামালপুর ইউনিয়নের রৌহাদহ, ফকিরপাড়া, টিটুর মোড় এবং ইছামারা গ্রাম।

এসব এলাকায় তীব্র নদী স্রোতের কারণে বড় গর্ত সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলা হলেও তা দীর্ঘমেয়াদে কার্যকর হয়নি। অনেক জায়গায় জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে শুকনা মৌসুমে টেকসই তীর সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক। তিনি জানান, বর্ষায় কাজ শুরু করায় পূর্বের কিছু প্রকল্প টেকসই হয়নি। এবার আমরা শুষ্ক মৌসুমেই কাজ শুরু করেছি এবং বেশিরভাগ কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। যেসব স্থানে ব্লক দেবে গেছে, সেগুলো দ্রুত মেরামত করা হবে। ইছামারা গ্রামের বাসিন্দা ফজলে রাব্বি বলেন, আমরা এলাকাবাসী খুবই খুশি। নদী ভাঙনের আতঙ্ক অনেকটাই কমে গেছে। সরকারকে এজন্য ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী বর্ষার পূর্বেই মেরামত এবং সংরক্ষণ কাজ সম্পন্ন হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত